নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে থেকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যা চেষ্টা মামলার আসামি হয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মোস্তাফিজুর রহমান।
তিনি গোলাপগঞ্জ উপজেলার বারকোট গ্রামের মজলুর রহমানের ছেলে৷ তিনি সিলেট জেলা ছাত্রলীগের সহ-সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
গত (৫ সেপ্টেম্বর) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩য় আমলী আদালত নং-০৫ (পরবর্তীতে শাহপরান (রহ.) থানার মামলা নং-০৬, তাং:০৫/০৯/২০২৪ইং)-এ মামলাটি দায়ের করেন শাহপরান (রহ.) থানার বুরহান উদ্দিন গ্রামের বেলাল মিয়ার ছেলে সওদাগর আহমদ (৩৮)। উক্ত মামলায় তিনি সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানকে প্রধান আসামি করে ১২১ জনের নামোল্লেখ ও ১০০/২০০ জনকে অজ্ঞাত আসামি করেন৷ ওই মামলায় ১১৬ নাম্বার আসামি করা হয় মোস্তাফিজুর রহমানকে।
মামলা সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট বিকেলে সারাদেশের ন্যায় ১দফা দাবিতে ছাত্র-জনতা সিলেটের শিবগঞ্জ পয়েন্ট হতে বন্দরবাজারের উদ্দেশ্যে মিছিল নিয়ে আসার পথে সিলেট-তামাবিল সড়কের পশ্চিম শিবগঞ্জ নাদিরা ফার্ণিচারের সামনের এলাকায় আসা মাত্রা মামলায় উল্লেখিত আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে মিছিলে অংশগ্রহণ করা ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এসময় তাদের ছুঁড়া এলোপাতাড়ি গুলি মামলার বাদি সওদাগর আহমদ শরীরের আঘাত করে। এতে তিনি গুরতর আহত হন। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে যুক্তরাজ্যে থেকেও ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ায় মোস্তাফিজুর রহমানকে হত্যা চেষ্টা মামলার আসামি করা হয়৷ যে কারণে দেশে অবস্থান করা মোস্তাফিজুর রহমানের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
Post a Comment