যুক্তরাজ্যে থেকেও সিলেটে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলার আসামি ফাহিম


নিউজ ডেস্ক : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব হইতে যুক্তরাজ্যে অবস্থান করলেও গত বছরের ৪ আগস্টের ঘটনায় একটি হত্যা চেষ্টা মামলার আসামি হয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ফাহিম আহমদ।


গতকাল (৫ জুন) মাননীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমনগ্রহণকারী ১নং আদালত, সিলেট-এ (কোতোয়ালী সি.আর মামলা নং-৬৪৮/২০২৫ইং) মামলাটি দায়ের করেন নগরীর কোতোয়ালি মডেল থানার চন্দনটুলা গ্রামের সিরাজ আহমদের ছেলে আলী আহমদ আলম (৩৯)। তিনি সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছেন।


মামলায় তিনি সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানকে প্রধান আসামি করে ১৮৮ জনের নামোল্লেখ ও ৯০/১০০ জনকে অজ্ঞাত আসামি করেন।


ওই মামলায় ১৬৫ নাম্বার আসামি দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ফাহিম আহমদ। তিনি ২৯নং ওয়ার্ডের পিরোজপুর গ্রামের আছমান আলীর ছেলে।


মামলা সূত্রে জানা যায়, শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে গত বছরের ৪ আগস্ট দুপুরে ছাত্র-জনতা, বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা নগরীর বন্দরবাজার পয়েন্টে শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ করছিলো। তখন পূর্ব পরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র-জনতা, বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে গুলি ছুঁড়তে থাকে। এসময় মামলার ১৪১-১৮৮নং আসামিরা দেশীয় অস্ত্র ও ককটেল বিস্ফোরণ করে। তখন তারা মামলার বাদিসহ অন্যান্য আহতদের মারধর করে।


এ বিষয়ে ছাত্রলীগ নেতা ফাহিম আহমদের মায়ের সাথে কথা হলে তিনি বলেন, আমার ছেলে আন্দোলনের পূর্ব হইতে যুক্তরাজ্যে অবস্থান করছে। দেশে থাকতে সে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলো৷ গত বছরের ২১ নভেম্বর দুপুরে স্থানীয় জামায়াত-বিএনপির নেতারা পুলিশকে সাথে নিয়ে ফাহিমকে খুঁজতে বাসায় আসে। অথচ তার নামে কোন মামলা নেই। ফাহিমকে না পেয়ে তারা আমাদের হয়রানি করে। এছাড়া মামলা দিয়ে হয়রানির ভয় দেখায়। এমনকি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের হুমকি দেয় তারা।


তিনি বলেন, বিভিন্ন সময়ে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের হয়রানির শিকার হয়ে পুলিশের কাছে অভিযোগ দিতে চাইলে পুলিশ উল্টো ভয় দেখায়। এখন তারা আমার ছেলেকে একটি মিথ্যা মামলায় আসামি করেছে।

Post a Comment

Previous Post Next Post
Sylhet Natun Barta 24