গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা শহিদুলের খুঁজে বাড়িতে বিএনপি-জামায়াতের নেতাকর্মী, প্রাণনাশের হুমকি


নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতা মো.শহিদুল ইসলামকে খুঁজতে তার বাড়িতে পুনরায় হামলা চালিয়েছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। 


গতকাল (১৭ আগস্ট) উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে। 


মো.শহিদুল ইসলাম চন্দরপুর গ্রামের বদরুল হকের ছেলে। তিনি বর্তমানে যুক্তরাজ্য বসবাস করছেন। এছাড়া তিনি গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।


জানা যায়, শহিদুল ইসলামের বাবা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। বাবার দেখানো পথে হাঁটছিলেন শহিদুল ইসলাম।একসময় তিনিও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপর হামলা, বাসা-বাড়িতে ভাঙচুর ও তাদের প্রাণনাশের হুমকি প্রদান করায়। বাড়িতে হামলা-ভাঙচুর ও প্রাণনাশের হুমকি থেকে বাদ যাননি শহিদুল ইসলামও। তাকে খুঁজতে গত ১০আগস্ট তার বাড়িতে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা গিয়ে হামলা চালায়। এসময় তার মা'কে মারধর করে তারে। এঘটনার পর গতকাল পুনরায় শহিদুলকে খুঁজতে তার বাড়িতে যায় তারা। তাকে না পেয়ে প্রাণনাশের হুমকি দিয়ে আসে তারা।


এঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে শহিদুল ইসলামের পরিবার। দেশে আসলে শহিদুল ইসলামকে হত্যা করে হবে এমন চিন্তায় বর্তমানে ভয়ে দিনপাড় করছেন তার পরিবার।

Post a Comment

Previous Post Next Post
Sylhet Natun Barta 24