নিউজ ডেস্ক : দীর্ঘ ১৭ বছর পর নতুন নেতৃত্ব পেল গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ। দীর্ঘদিন ধরে অভিভাবকহীন ছাত্রলীগে অভিভাবকের শূন্য স্থান পূরণ হয়েছে এবার।
উপজেলা ছাত্রলীগের কমিটিতে পৌর ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক তাজুল ইসলামকে সভাপতি ও ছাত্রনেতা মান্না আহমদকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
সোমবার (৫ ডিসেম্বর) রাতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের নাম ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে মো.শহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। এর আগে তিনি বুধবারী বাজার ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের প্রতি তৎক্ষনাৎ কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মো.শহিদুল ইসলাম।

إرسال تعليق