গোলাপগঞ্জে র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে আসামি গ্রেপ্তার, অতঃপর জানে না পুলিশ, স্ত্রীর জিডি


নিউজ ডেস্ক : গোলাপগঞ্জে একটি হত্যা মামলার আসামি শামিম আহমদকে শ্বশুর বাড়ি থেকে র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে থানায় খুঁজতে গিয়ে শামিম আহমদকে পাওয়া যায়নি৷ 


তিনি লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও উজানপাড়া গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে।


গতকাল (১৭ ডিসেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কোনাচর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। থানায় গিয়ে শামিম আহমদকে না পেয়ে গোলাপগঞ্জ মডেল থানায় স্বামীর খুঁজে একটি সাধারণ ডায়েরি (ডায়েরি নং:১১০৫,তাং:১৮/১২/২০২৩ইং) করেছেন স্ত্রী মমতা বেগম।


ডায়েরি সূত্রে জানা যায়, বিগত ২ নভেম্বর করগাঁও উজানপাড়া গ্রামের আজির উদ্দিন গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। (মামলা নং:-৩৬, যাহার জি.আর মামলা নং-১২১/২০২১)। ওই মামলার ১নং আসামি ছিলেন শামিম আহমদ। উক্ত মামলায় মাননীয় আদালত শামিম আহমদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 


এদিকে গত ৬ মার্চ শামিম আহমদ কাতার হইতে দেশে আসেন। দেশের আসার পর থেকে তিনি হত্যা মামলার আসামি হওয়ায় ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করেন। গতকাল ১৭ ডিসেম্বর মামলার বাদি আজির উদ্দিন র‍্যাব-পুলিশকে নিয়ে শামিম আহমদের শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে৷ পরবর্তীতে থানায় গিয়ে শামিম আহমদের খুঁজ পাওয়া যায়নি। গোলাপগঞ্জ মডেল থানা এ বিষয়ে কিছুই জানে না বলে জানায়। 


পরিবারের সদস্যরা মনে করেন শামিম আহমদকে গ্রেপ্তারের পর আজির উদ্দিন বড় অঙ্কের টাকার বিনিময়ে তাকে গুম করে রেখেছে। যে কারণে শামিম আহমদের স্ত্রী বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

Post a Comment

أحدث أقدم
Sylhet Natun Barta 24