রাজনৈতিক শত্রুতার জেরে বিএনপি কর্মী নোভার বাড়িতে আওয়ামীলীগ ও ইসলামী উগ্রবাদীদের হামলা


মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মনসুর গ্রাম এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে সম্পৃক্ত রাজনৈতিক কর্মী নুরাইয়া নুসরাত নোভার পিতার বাড়িতে রাজনৈতিক শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে। গত ২১ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে নোভার অনুপস্থিতিতে তার পৈতৃক বসতবাড়িতে স্থানীয় আওয়ামী লীগ সমর্থক ও কিছু ইসলামি উগ্রবাদী গোষ্ঠীর লোকজন একত্রিত হয়ে হামলা চালায়।


স্থানীয় সূত্রে জানা যায়, নুরাইয়া নুসরাত নোভা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দলীয় সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক সভা-সমাবেশে অংশগ্রহণ, নির্বাচনকালীন প্রচারণা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করতেন। এসব কার্যক্রমের কারণেই তিনি স্থানীয়ভাবে পরিচিত হয়ে ওঠেন এবং বিরোধী পক্ষের বিরাগভাজন হন।


এলাকায় চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে আওয়ামী লীগ সংশ্লিষ্ট কিছু ব্যক্তি ও ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর নেতাকর্মীরা নোভার রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় পূর্বপরিকল্পিতভাবে তারা নোভার পরিবারের ওপর চাপ সৃষ্টি করতে তার পিতার বাড়িতে হামলা চালায়।


ঘটনাকালে বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর করা হয় এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করা হয়। নুরাইয়া নুসরাত নোভা সে সময় প্রবাসে অবস্থান করায় তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে হামলার পর থেকে তার পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানা গেছে।


এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, রাজনৈতিক পরিচয় ও মতাদর্শের কারণে নুরাইয়া নুসরাত নোভা ও তার পরিবার ভবিষ্যতেও গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারেন।

Post a Comment

أحدث أقدم
Sylhet Natun Barta 24