নিজস্ব প্রতিবেদক : এবার হত্যা মামলার পর বৈষম্যবিরোধী আন্দোলনের আরও একটি মামলায় ৭০ নম্বর এজাহারভুক্ত আসামি হলেন যুক্তরাজ্য প্রবাসী আশফাকুর রহমান অভি।
গতকাল (১৭ অক্টোবর) সিলেটের কোতোয়ালি মডেল থানায় মামলাটি (মামলা নং:১৭, তাং:১৭/১০/২০২৪ইং) দায়ের করেন সিলেটের ফাজিলচিশতি এলাকার খলিলুর রহমানের ছেলে মো.জলিল (৩৬)। মামলায় ৭৯ জনের নামোল্লেখ ও ১০০/২০০ জনকে অজ্ঞাত আসামি করেন।
আশফাকুর রহমান অভি মৌলভীবাজার সদর উপজেলার বরমান বনগাও গ্রামের আজাদুর রহমানের ছেলে৷ তিনি ২০০৯-১২ সাল পর্যন্ত মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন।
মামলা সূত্রে জানা যায়, শেখ হাসিনার পতনের দাবিতে সারাদেশের ন্যায় ঘটনার দিন ৪ আগস্ট সিলেটের জিন্দাবাজার থেকে বন্দরবাজারের উদ্দেশ্যে মিছিল সহকারে যাওয়ার পথে ছাত্র-জনতার উপর অতর্কিত হামলা চালায় মামলার আসামিরা। এসময় আসামিরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র-জনতাকে ধাওয়া করে তাদের লক্ষ্য করে হামলা চালায়৷ হামলায় আরও অনেকের মতো আহত হন মামলার বাদি মো.জলিল। ছাত্র-জনতা উপর পূর্ব পরিকল্পিত ভাবে এমন হামলা চালানো হয়৷
এদিকে যুক্তরাজ্যে অবস্থান করলেও শুধুমাত্র ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় সিলেটের গোলাপগঞ্জে হত্যা মামলার পর এবার কোতোয়ালি থানায় আরও একটি মামলার আসামি হয়েছেন অভি। আশফাকুর রহমান অভি দুইটি মামলায় আসামি হওয়ায় তার বাড়িতে একাধিক সময় পুলিশ অভিযান চালায়। যে কারণে প্রত্যেক দিন গভীর উৎকণ্ঠা আর উদ্বেগের মধ্যে দিয়ে কাটাতে হয় তার পরিবারকে।

Post a Comment