ছাত্রলীগ নেতা লিমনের দেশত্যাগে ক্ষোভ, জকিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন


নিউজ ডেস্ক : একাধিক মামলা থাকার পরও জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন লিমন দেশত্যাগ করেছেন বলে জানা গেছে। গতকাল ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে তিনি স্ত্রীসহ যুক্তরাজ্যে পাড়ি জমান।


এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে জকিগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা অভিযোগ করেছে, পুলিশ প্রশাসনের অবহেলার কারণেই লিমন দেশ ছাড়তে সক্ষম হয়েছেন।


সূত্রে জানা যায়, লিমনের দেশত্যাগের খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জকিগঞ্জ থানা প্রাঙ্গণে অবস্থান নেন। সেখানে তারা অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল হক মুন্নার কাছে জানতে চান, একাধিক মামলা থাকা অবস্থায় লিমন কীভাবে বিদেশে পাড়ি জমালেন। তবে ওসি বিষয়টি সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেন।


এসময় আন্দোলনের সমন্বয়করা ওসির কম্পিউটার চেক করার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা থানার ভেতরেই ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে তারা জকিগঞ্জ প্রেসক্লাবে এসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তারা অভিযোগ করেন—“লিমনের পালিয়ে যাওয়ার ঘটনায় ওসির প্রত্যক্ষ ভূমিকা রয়েছে।” সংবাদ সম্মেলনে তারা দ্রুত ওসিকে প্রত্যাহার এবং লিমনকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানানো হয়।


উল্লেখ্য, ইমরান হোসেন লিমন চলতি বছরের মার্চ মাসে কারাগার থেকে জামিনে মুক্তি পান। তবে কালিগঞ্জ বাজারে যুব জামায়াত নেতা আলী হোসেনের বাবার দায়ের করা এক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

Post a Comment

Previous Post Next Post
Sylhet Natun Barta 24