একাধিক মামলার আসামি মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক, দেশে নিরাপত্তাহীনতায় পরিবার


নিজস্ব প্রতিবেদক : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক মামলার আসামি হয়েছেন সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার। একের পর এক মামলার আসামি হওয়ায় দেশে নিরাপত্তাহীনতায় রয়েছেন তার পরিবার। 


জানা যায়, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর যুবলীগ নেতা মুশফিক জায়গীরদারের সিলেট নগরীর ১২/B মৌচাক সাদিপুর শিবগঞ্জ এলাকায় জামায়াত-বিএনপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তার বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এরপর গত ১ এপ্রিল যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসে। একই ভাবে ৫ আগস্টের পর থেকে বিভিন্ন সময়ে তার বাসায় গিয়ে বিএনপি, জামায়াত, এনসিপির নেতারা হুমকি-ধমকি অব্যহত রেখেছেন। একাধিক মামলার আসামি হওয়ায় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তার বাসায় গিয়ে তল্লাশী চালায়। পুলিশী হয়রানি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের হুমকি-ধমকিতে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন যুবলীগ নেতা মুশফিক জায়গীরদারের পরিবার।


যুবলীগ নেতা মুশফিক জায়গীরদারের পরিবারের সদস্যরা জানান,'শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আমাদের পরিবারের কারো নিরাপত্তা নেই। সব সময় বিএনপি, জামায়াত, এনসিপির নেতারা বাসায় এসে হুমকি-ধমকি দিয়ে যায়। হামলার ভয়ে তাদের সাথে কথা বলা সম্ভব হয় না। এছাড়া আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা এসে তল্লাশীর নামে হয়রানি করে থাকে। মুশফিক জায়গীরদারকে যে কোন সময় কাছে পেলে প্রাণে হত্যা করে ফেলতে পারে।'

Post a Comment

Previous Post Next Post
Sylhet Natun Barta 24