নিউজ ডেস্ক : সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার যুক্তরাজ্য প্রবাসী শিবির নেতা মো.রিয়াজ উদ্দিন প্রবাসে থেকেও দুইটি মামলার আসামি হয়েছেন।
মো.রিয়াজ উদ্দিন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াগাঁও গ্রামের মো.আকরম আলীর ছেলে। তিনি বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির সুনামগঞ্জ জেলার প্রচার সম্পাদক।
জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনের একটি মামলায় গত বছরের ২৪ অক্টোবর মাননীয় অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, সিলেটে (কোতোয়ালী থানার মামলা নং: ৩০, তারিখ: ২৪/১০/২০২৪ ইং) মামলাটি দায়ের করেন বালাগঞ্জ থানার খুজগীপুর বেত্রীকুল গ্রামের মৃত মো.মাহমদ মিয়ার ছেলে মো.আব্দুস ছালাম টিপু (৪০)। মামলায় তিনি সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানকে প্রধান আসামি করে ৪৩ জনের নামোল্লেখ ও ১৫০/২০০ জনকে অজ্ঞাত আসামি করেন। ওই মামলায় মো.রিয়াজ উদ্দিনকে ২১ নম্বর আসামি করা হয়।
এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অপর আরেকটি মামলা গত ৬ জুন মাননীয় অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, সিলেটে (কোতোয়ালী জি.আর মামলা নং: ২৭১/২০২৫ ইং) যাহা (কোতোয়ালী থানার মামলা নং ৬, তারিখ: ০৫/০৬/২০২৫ ইং) মামলাটি দায়ের করেন কোতোয়ালী থানার চন্দনটুলা এলাকার সিরাজ আহমদের ছেলে আলী আহমদ আলম (৩৯)। মামলায় তিনি সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানকে প্রধান আসামি করে ৫১ জনের নামোল্লেখ ও ৯০/১০০ জনকে অজ্ঞাত আসামি করেন। ওই মামলায় মো.রিয়াজ উদ্দিনকে ৩৬ নম্বর আসামি করা হয়।
এদিকে প্রবাসে থেকেও দুইটি মামলায় আসামি হওয়ায় দেশে ফিরলে যে কোন সময় গ্রেপ্তার হতে পারেন মো.রিয়াজ উদ্দিন। অপরদিকে দেশে থাকা মো.রিয়াজ উদ্দিনের পরিবারের দিন কাটছে গভীর উৎকণ্ঠা আর নিরাপত্তাহীনতায়।

إرسال تعليق