নিউজ ডেস্ক : 'মবের মতো পরিস্থিতি তৈরি করে' সিলেটের গোলাপগঞ্জে যুবদল নেতা চিহ্নিত সন্ত্রাসী আতিকুর রহমানের নেতৃত্বে পূর্ব শত্রুতার জের ধরে মো.সিরাজ উদ্দিনের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার (৯ আগস্ট) বিকেল ৫ টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের গৌরাবাড়ী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেল আনুমানিক ৫টার দিকে বাঘা ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী যুবদল নেতা আতিকুর রহমান দেশীয় অস্ত্রসহ ১০/১৫ জনের একটি দল নিয়ে বয়োবৃদ্ধ মো.সিরাজ উদ্দিনের বাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগালি করে। এসময় সিরাজ উদ্দিন এগিয়ে এসে গালাগালির কারণ জানতে চাইলে তারা কোন উত্তর না দিয়ে বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরবর্তীতে ঘরের মহিলাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পুনরায় দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন,'পূর্ব শত্রুতার জেরে প্রতিহিংসা পরায়ণ হয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী আতিকুর বারবার দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়।'
এঘটনায় ভুক্তভোগী মো. সিরাজ উদ্দিন স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করলে কোন প্রকার সহযোগিতা পাননি।
Post a Comment