সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজ ‘ম্যারিনেট’ এখনও গাজামুখী


আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবকটি নৌযান আটক করলেও এখনো ভেসে চলছে শেষ জাহাজ ‘ম্যারিনেট’। পোল্যান্ডের পতাকাবাহী এ পালতোলা জাহাজটিতে ৬ জন যাত্রী রয়েছেন।

ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, বৃহস্পতিবার (০২ অক্টোবর) মধ্যরাত পর্যন্ত ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় প্রায় ২.১৬ নট (প্রায় ঘণ্টায় ৪ কিমি) গতিতে গাজা উপকূল থেকে ১০০ কিলোমিটার দূরে অগ্রসর হচ্ছিল।

জাহাজটির ক্যাপ্টেন এক ভিডিও বার্তায় জানান, জাহাজে ইঞ্জিনের সাময়িক সমস্যা দেখা দিয়েছিল, তবে তা সমাধান করা হয়েছে। বর্তমানে তারা স্টারলিংকের মাধ্যমে যোগাযোগ রক্ষা করছেন এবং জাহাজের লাইভস্ট্রিমও চালু আছে।

ফ্লোটিলা আয়োজকরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, অন্য সব জাহাজ আটক হলেও ম্যারিনেট এখনো যাত্রা অব্যাহত রেখেছে। তাদের ভাষায়, ‘এটি শুধু একটি জাহাজ নয়, এটি ‘সুমুদ’— ভয়, অবরোধ ও নিষ্ঠুরতার মুখে অটলতা।’

আয়োজকরা আরও বলেন, ‘গাজা একা নয়। ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’

Post a Comment

Previous Post Next Post
Sylhet Natun Barta 24