গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, অভিযুক্ত আটক


গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

এঘটনায় অভিযুক্ত স্বামী রেজাউল করিমকে (৩৫) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সে ইসলামপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র। নিহত গৃহবধূর নাম সাহিদা বেগম (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে পারিবারিক কলহের জেরে সাহিদা বেগমের সাথে কথা-কাটাকাটি হয় রেজাউল করিমের। এর এক পর্যায়ে রেজাউল করিম ঘরে থাকা বটি দিয়ে স্ত্রী সাহিদা বেগমের গলায় কোপ দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এঘটনার পর এলাকাবাসী রেজাউল করিমকে আটকে রেখে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রেজাউল করিমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা। তিনি বলেন, 'লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।'

Post a Comment

Previous Post Next Post
Sylhet Natun Barta 24