নিউজ ডেস্ক : যুক্তরাজ্যে সাংবাদিকদের কাছে ইউনুস প্রশাসনের মনগড়া বিচার ব্যবস্থা ও প্রহসনমূলক নির্বাচন পরিকল্পনার বিরুদ্ধে কথা বলায় ও নিজের ফেসবুক টাইমলাইনে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সম্রাট শাহজাহানের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল (১৪ নভেম্বর) দুপুরে গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের উপর ঘাগুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত ১৩ নভেম্বর লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টের সামনে বীর মুক্তিযোদ্ধার ছেলে সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সম্রাট শাহজাহান ইউনুস প্রশাসনের মনগড়া বিচার ব্যবস্থা ও প্রহসনমূলক নির্বাচন পরিকল্পনার বিরুদ্ধে সাংবাদিকদের কাছে বক্তব্য রাখেন এবং নিজের ফেসবুক টাইমলাইনে স্ট্যাটাস দেন। বক্তব্য ও স্ট্যাটাসকে কেন্দ্র করে পরদিন ১৪ নভেম্বর দুপুরে তার গ্রামের বাড়িতে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সন্ত্রাসী হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তার বাড়িতে পরিবারের কোন সদস্য ছিলেন না।
এবিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান মোল্যা বলেন, এঘটনায় কেউ অভিযোগ দেয়নি।

Post a Comment