নিউজ ডেস্ক : সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগ সমর্থিত দুই সহোদরের ওপর হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় গুরুতর আহত অবস্থায় দুই সহোদরকে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।
গতকাল (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার খাসা পন্ডিত পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই সহোদর উপজেলার খাসা পন্ডিত পাড়া এলাকার সালমা বেগমের ছেলে জুনেদুর রহমান ও তার ভাই এম এম আহমদ মহসিন সোহাগ। তাদের মধ্যে জুনেদুর রহমান উপজেলা ছাত্রলীগের ও এম এম আহমদ মহসিন সোহাগ উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর দেশজুড়ে আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। জুনেদুর রহমান ও এম এম আহমদ মহসিন সোহাগ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। আওয়ামী লীগ সমর্থিত হওয়ায় গতকাল বিকেলে বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় বাড়ির পাশেই বিএনপি-জামায়াতে নেতাকর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে সঙ্গবদ্ধ হামলা চালায় তাদের ওপর। হামলায় গুরুতর আহত হন দুজন। পরে তাদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। এসময় তাদের দুইজনকে হত্যার হুমকি দিয়ে যায় হামলাকারী বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
إرسال تعليق