গোলাপগঞ্জে হত্যা মামলায় আসামি হলেন ছাত্রলীগ নেতা কাওসার


গোলাপগঞ্জ প্রতিনিধি : বৈষম্যবিরোধী আন্দোলনে গোলাপগঞ্জে গুলিতে নিহত ছানি আহমদ হত্যা মামলায় আসামি হলেন যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতা কাওসার আহমদ।


গতকাল (২৭ আগস্ট) গোলাপগঞ্জ মডেল থানায় মামলাটি (মামলা নং:১২/১৪০) দায়ের করেন নিহত সানি আহমদের পিতা মো.কয়ছর আহমদ। তিনি উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের শিলঘাট কুমারপাড়া গ্রামের বাসিন্দা। 


সানি আহমদ হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়। এছাড়া মামলায় আরও ৭৫ জনের নামোল্লেখ ও ১০০/১১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। উক্ত মামলার ২৭ নাম্বার আসামি কাওসার আহমদের চাচাতো ভাই আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান আহমদ।


ওই মামলায় কাওসার আহমদকে ৩৪ নাম্বার আসামি করা হয়েছে। তিনি উপজেলার আমুড়া ইউনিয়নের সুন্দিশাইল গ্রামের মো.রফিক উদ্দিনের ছেলে৷ বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন। কাওসার আহমদ আমুড়া ইউনিয়নের অন্তর্গত ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। 

 

মামলা সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে পুরো দেশ। মাঠে নেমে আসে ছাত্র-জনতা। এরই ধারাবাহিকতায় মাঠে নামে গোলাপগঞ্জ উপজেলার সর্বস্থরের ছাত্র-জনতা৷ ঘটনার দিন গত ৪ আগস্ট দুপুরে ঢাকাদক্ষিন ইউনিয়নের বারোকোট গ্রামের জয়নাল উদ্দিনের বাড়ির সামনে ছাত্র-জনতা মিছিল সহকারে পৌঁছালে তাদের উপর দেশীয় ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগ, অঙ্গসংগঠনের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা৷ এসময় তাদের ছুঁড়া গুলির আঘাতে নিহত হন সানি আহমদ। আহত হন শতশত ছাত্র-জনতা। সানি আহমদ নিহতের ঘটনায় তার পিতা কয়ছর আহমদ বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন। 


জানা যায়, মামলায় অভিযুক্ত কাওসার আহমদ আওয়ামী পরিবারের সদস্য। মহান মুক্তিযুদ্ধে সুন্দিশাইল গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মম ভাবে নিহত হন কাওসার আহমদের দাদা আসদ আলী।

Post a Comment

أحدث أقدم
Sylhet Natun Barta 24