ফেসবুকে বিএনপি-জামায়াত ও সমন্বয়কদের বিরুদ্ধে পোস্ট, ছাত্রলীগ নেতা আশফাকুলকে হুমকি


নিউজ ডেস্ক : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর বিএনপি-জামায়াত ও সমন্বয়কদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব যুক্তরাজ্য প্রবাসী সিলেট জেলার সাবেক ছাত্রলীগ নেতা মো.আশফাকুল ইসলাম।


আশফাকুল ইসলামের ব্যাক্তিগত ফেসবুক আইডি ঘেটে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর বিএনপি-জামায়াত ও সমন্বয়কদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন তিনি৷ তাদের বিরুদ্ধে পোস্ট করার কারণে হুমকির অভিযোগ পাওয়া গেছে। 


জানা যায়, গত ১৪ জুন জাকির হোসেন, আক্তার হোসেন ও নাছিমুজ্জামান নাছিম নামক তিনটি ফেসবুক আইডি থেকে আশফাকুল ইসলামকে মেসেঞ্জারে হুমকি প্রদান করা হয়। এসকল মেসেজে আশফাকুল ইসলামকে প্রাণে হত্যার হুমকিও দেওয়া হয়৷

Post a Comment

أحدث أقدم
Sylhet Natun Barta 24